
ছবি: সংগৃহীত।
রেলওয়ে সংস্কার আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা সমাজকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি আগামীকাল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন।
তিনি শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “আগামীকাল যাচ্ছি মার্চ ফর গাজায় ইনশাআল্লাহ।”
জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো হবে। তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই এ ঘোষণার প্রতি সমর্থন জানিয়ে আগামীকালের কর্মসূচিতে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি গাজায় চলমান মানবিক সংকট ও সহিংসতার প্রতিবাদ জানাতে বিশ্বব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
সায়মা ইসলাম