
ছবি: সংগৃহীত।
সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আলোচিত চিকিৎসক ও স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
ড. তাসনিম জারা বলেন, “আমাদের দেশে বিনিয়োগ খুব প্রয়োজন, বিশেষ করে আমাদের যে বিশাল যুব জনসংখ্যা আছে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য। আমার মনে হয়, বাংলাদেশ এই দিক থেকে বেশ ভালো করছে। অনেক ইনভেস্টর আসছেন, বিভিন্ন ধরনের স্টেকহোল্ডার আসছেন। আমি অনেক তরুণ মানুষের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি—ওদের অনেক এক্সাইটিং আইডিয়া আছে, অনেক পটেনশিয়ালও আছে।”
তিনি আরও বলেন, “নিশ্চয়ই বাংলাদেশ ইনোভেশন, ক্রিয়েটিভিটি ও শক্তির এক বিশাল সম্ভার। তাই আমার মনে হয়, এই জায়গাটির সম্ভাবনার দিকে আমাদের খুব মনোযোগ দিতে হবে, যাতে আমরা এটিকে পূর্ণভাবে কাজে লাগাতে পারি—আমাদের দেশের স্বার্থে।”
ড. জারার মতে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য যুবসমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো এখন সময়ের দাবি।
নুসরাত