
ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের নিয়ে কুরুচিপূর্ণ ও অপ্রীতিকর কন্টেন্ট তৈরি করে ভাইরাল হওয়া শারমিন শিলা ওরফে "ক্রিম আপা"কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। তিনি পেশায় বিউটিশিয়ান ও ফেসবুকে মেকআপ পণ্য বিক্রেতা। গত ৩০ মার্চ তার মেয়েকে জোর করে কিছু খাওয়ানোর ভিডিও ফেসবুকে পোস্ট করার পর তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এক বছর ধরে শিশুদের প্রতি নির্যাতন ও অবহেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়ের করা মামলায় তাকে শিশু আইন অনুযায়ী বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ন টার দিকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত অবস্থায় তাকে স্বীকার করতে বলা হয় যে, 'ক্লিয়ার করে বলেন যে আপনি যা করেছেন তা বেআইনি হচ্ছে।'
উত্তরে শারমিন শিলা ওরফে ক্রিম আপা বলেন, 'না, কিসের জন্য? আপনারা ভালো কথা বলে পুলিশ আনছেন আমাকে ধরিয়ে দিবেন, আপনারা বললেন যে আসেন আপনাদের পরিবারটাকে সুন্দর করে হেফাজত করে দেই। আপনারা জলজ্যান্ত একটা পরিবারকে মেরে ফেলছেন, এটা আমি সুস্থ সবল ভাবে বলতেছি যে আপনারা জলজ্যান্ত একটা পরিবারকে মেরে ফেলছেন।'
ইমরান