
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, একটা সুন্দর দেশ গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। যে দেশের ভিতরে ১০০র ভিতরে ৯২ জনের মত মুসলমান বসবাস করে, সেই দেশের নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলাম থাকবে এটাই হলো বাস্তবতা। সেই সেই লক্ষ্যেই আমরা ইসলামী দলগুলো একাত্রিত হয়ে ইসলামের পক্ষে যেন একটা বাক্স দেয়া যায় সেজন্য কাজ করছি। যে মানুষ অনেকের শাসন দেখেছে ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই। মানুষের চাহিদাও কিন্তু এখন এরকম আমরা লক্ষ্য করেছি। তাই সেই হিসেবে আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব জোরালোভাবে বিগতদিনে চলছিল বর্তমানে চলমান। আশা করি এরকম একটা পরিবেশ আল্লাহ যদি কবুল করে এটা একটা বাক্স দেওয়ার মত হতে পারে।
ফারুক