ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সংস্কারের আগে নির্বাচন হলে সেটি হবে ডাকাতির নির্বাচন: ফয়জুল করীম

প্রকাশিত: ২২:৫৬, ১০ এপ্রিল ২০২৫

সংস্কারের আগে নির্বাচন হলে সেটি হবে ডাকাতির নির্বাচন: ফয়জুল করীম

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নির্বাচন চাই কিন্তু তা হতে হবে উপযুক্ত সংস্কারের পর। তিনি বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি হবে প্রশ্নবিদ্ধ ও ডাকাতি নির্বাচন।”

তিনি আরও বলেন, “বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ ও নির্বাচন কাঠামো সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। অবৈধ অস্ত্র উদ্ধার, দাগী আসামিদের বিচারের আওতায় আনা এবং প্রশাসনকে নিরপেক্ষ না করলে অবাধ ভোট সম্ভব নয়।”

৫ আগস্টের আন্দোলনে দেওয়া ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি প্রশ্ন তোলেন, “সেই রক্তের মূল্য কী, যদি আবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়?”

তিনি স্পষ্ট করে দেন, “আমরা নির্বাচনের বিপক্ষে নই, বরং চাই একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন—যা হবে সংস্কারের পরেই।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=m7Kzck0nvXA

আবীর

×