ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আমার দেওয়া সাক্ষ্যতে সাজা হয়নি সালাউদ্দিন কাদেরর: নুরুল আবছার

প্রকাশিত: ২২:৩৬, ১০ এপ্রিল ২০২৫

আমার দেওয়া সাক্ষ্যতে সাজা হয়নি সালাউদ্দিন কাদেরর: নুরুল আবছার

ছবি: সংগৃহীত।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক এমপি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নুরুল আবছারকে আটক করেছে কক্সবাজার পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তাকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গণি মাঝির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আবছার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামক এক ব্যক্তির বাড়িতে আত্মগোপন করে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে বাড়িটি ঘেরাও করে তাকে আটক করা হয় এবং রামু থানায় সোপর্দ করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে স্বীকার করেছেন। সেইসঙ্গে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর সাক্ষ্যদাতা হিসেবেও স্বীকার করেছেন।"

নুরুল আবছার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে। তিনি আরও জানান, "আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রাষ্ট্রপক্ষের ১০ নম্বর সাক্ষী ছিলাম।"

নুসরাত

×