
ছবি: সংগৃহীত।
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবার এক নতুন পদ্ধতিতে প্রতিবাদ জানালেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি ফিলিস্তিনি শিশুর একটি প্রতীকী মরদেহ কাপড়ে মোড়ানো অবস্থায় নিয়ে প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় আফরোজা আব্বাস বলেন, "বিশ্ববাসীর কাছে আমার আবেদন, সকলের বিবেক যেন জাগ্রত হয়, যেন তারা মানুষ হিসেবে নিজেদের মানবিকতা পুনরুদ্ধার করতে পারে। ফিলিস্তিনিদের ওপর নারী ও শিশুদের উপর যে বর্বরোচিত হামলা চলছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। এসব নির্দয় অত্যাচার, নিপীড়ন ও হত্যাকাণ্ড মেনে নেওয়া সম্ভব নয়। আমি একজন নারী হিসেবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি, সবার বিবেক যেন জাগ্রত হয়।"
তিনি আরও বলেন, "বিশ্ব মুসলিম সম্প্রদায়কে জেগে উঠতে হবে, কারণ আমরা মুসলমান। সেখানে মুসলমানদের উপরেই হামলা হচ্ছে। আমরা এই বর্বরতা ও হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি, বিশ্বের অন্যান্য জাতি আমাদের পাশে এসে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের ওপরের নির্যাতন ও হত্যা বন্ধ করতে সহায়তা করবে।"
এ প্রতিবাদে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ একযোগে এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নুসরাত