
ছবি: সংগৃহীত
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশ কোনো সমস্যা অনুভব করছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা আমাদের ওপর হঠাৎ করে আরোপিত হয়েছে। তবে সঙ্গে সঙ্গেই আমরা সব অংশীজন নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ, এতে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের রপ্তানি কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় থাকে, সে বিষয়ে আমরা সব প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।"
ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর সুবিধা গত মঙ্গলবার (৮ এপ্রিল) বাতিল করেছে ভারত। এর ফলে ইউরোপসহ বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে।
এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আমি এই মুহূর্তে বিস্তারিত জানাতে পারছি না। তবে আমরা প্রতিযোগিতার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করছি এবং কাঠামোগত ও ব্যয়সংক্রান্ত বিষয়গুলো সমন্বয় করে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।"
বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টন পণ্য ভারতের বিভিন্ন বন্দর—বিশেষ করে দিল্লি ও কলকাতা বন্দরের মাধ্যমে রপ্তানি হতো। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, "আমরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে দ্রুত এই সমস্যার সমাধান করব।"
বিশেষজ্ঞরা মনে করছেন, বিকল্প রুট ও বন্দর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুত নতুন সমাধান খুঁজে নেবে। ইউরোপীয় দেশগুলোতে পণ্য রপ্তানি নির্বিঘ্ন রাখতে সরকার নতুন কৌশল গ্রহণ করছে বলে জানা গেছে।
ফারুক