ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনের জন্য বাংলাদেশ একাট্টা: যা জানালেন আজহারী

প্রকাশিত: ২২:১০, ১০ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের জন্য বাংলাদেশ একাট্টা: যা জানালেন আজহারী

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী ও বৃহৎ গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ এপ্রিল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে। এদিন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দল, মত ও শ্রেণির মানুষ একসঙ্গে সম্মিলিতভাবে প্রতিবাদ জানাবে। ইসলামি বক্তা ও জনপ্রিয় ধর্মপ্রচারক মিজানুর রহমান আজহারীর আহ্বানে আয়োজিত এই জমায়েতে অংশ নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, আহলে হাদীস, তাবলিগ জামাত, হাইয়াতুল উলইয়া, বেফাকসহ দেশের উল্লেখযোগ্য ইসলামি দল ও সংগঠন।

এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম, লেখক, সাংবাদিক, শিক্ষক, ক্রিকেটার, অভিনেতা ও অনলাইন ব্যক্তিত্বরা। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, মাহমুদুর রহমান, শায়খ আহমাদুল্লাহ, মামুনুল হক, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আয়মান সাদিক, হাসনাত আব্দুল্লাহ, আরজে কিবরিয়া, মুহিব খান, শিবলীসহ আরও অনেকে।

আজহারী তার ফেসবুক পোস্টে সবাইকে মানবতার এই ঐক্যজোটে অংশ নিতে আহ্বান জানিয়ে লিখেছেন, “সন্তানকেও সঙ্গে আনুন, তারা জানুক পবিত্র ভূমির মানুষের দুঃখগাঁথা।” তিনি সবাইকে জমায়েতে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড এড়াতে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন।

আবীর

×