ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরই স্থগিতের ঘোষণা: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত: ২১:৫০, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫১, ১০ এপ্রিল ২০২৫

শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরই স্থগিতের ঘোষণা: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র তিন মাসের জন্য অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা পাবে বাংলাদেশ—সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন। তিনি জানান, শুল্ক ইস্যুতে বাংলাদেশ সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং এরপরই আসে স্থগিতের ঘোষণা।

তিনি বলেন, “এই সময়ে আমরা আমাদের কাঠামোগত বাধা ও উৎপাদন খরচের বিষয়গুলো সমন্বয় করে রপ্তানির সক্ষমতা বাড়ানোর চেষ্টা করব। বাণিজ্যকে প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের পরিকল্পনা চলমান।”

এছাড়া ভারত হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানান উপদেষ্টা। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে অনলাইন বৈঠক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রয়োজনে শিগগিরই যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনাও রয়েছে সরকারের।

 


সূত্র: https://www.youtube.com/watch?v=NYdeKl5fiBw

আবীর

×