ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ বিশ্বের শীর্ষ পোশাক রপ্তানিকারক হওয়ার পথে: কিহাক সাং

প্রকাশিত: ২০:৪৫, ১০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ বিশ্বের শীর্ষ পোশাক রপ্তানিকারক হওয়ার পথে: কিহাক সাং

ছবিঃ সংগৃহীত

বর্তমানে একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। তবে সঠিক কৌশল ও সংস্কার বাস্তবায়নের মাধ্যমে শীর্ষস্থানে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিহাক সাঙ।

তিনি আজ (১০ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ মূল বক্তা হিসেবে এসব কথা বলেন।

কিহাক সাঙ বলেন, “এই লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন করতে হবে এবং কৃত্রিম আঁশ (ম্যান-মেইড ফাইবার) উৎপাদনের নিজস্ব অবকাঠামো গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “নীতিগত সহায়তা এবং আরও বেশি সংখ্যক বন্ডেড ওয়্যারহাউস স্থাপন প্রয়োজন। এর ফলে কাঁচামাল সহজে ও দ্রুত সংগ্রহ করা যাবে, যা তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিতে সময় ও খরচ কমাবে।”

সাম্প্রতিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে কিহাক সাঙ জানান, “ট্রাম্প-যুগের শুল্কনীতি তিন মাসের জন্য স্থগিত হওয়ায় কিছুটা স্বস্তি এসেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকা প্রশংসনীয়।”

ভবিষ্যতের বিষয়ে তিনি বলেন, “আমাদের অবশ্যই মূল্য সংযোজনভিত্তিক পোশাক উৎপাদনে মনোযোগ দিতে হবে। না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে।”

মারিয়া

×