ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিনিয়োগ সামিটকে আন্তরিক, আন্তঃসম্পর্কপূর্ণ ও লক্ষ্যনির্ভর বলেছেন পাকিস্তানের এংগ্রো হোল্ডিংস এর সিইও

প্রকাশিত: ২০:৩২, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩৩, ১০ এপ্রিল ২০২৫

বিনিয়োগ সামিটকে আন্তরিক, আন্তঃসম্পর্কপূর্ণ ও লক্ষ্যনির্ভর বলেছেন পাকিস্তানের এংগ্রো হোল্ডিংস এর সিইও

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের এংগ্রো হোল্ডিংস-এর সিইও আবদুল সামাদ দাউদ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দাউদ জানান, বাংলাদেশে বিশেষ করে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে ব্যবসার সুযোগ প্রসারে তারা গভীর আগ্রহী।

“বাংলাদেশের টেলিকম খাতে বিপুল সম্ভাবনা আমরা দেখছি। পাশাপাশি ভোলার গ্যাসকে শিল্পখাতে কাজে লাগানোর জন্য অংশীদারিত্বে কাজ করার সুযোগও আছে বলে মনে করি,” বলেন দাউদ।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এংগ্রোর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এমন দীর্ঘমেয়াদী প্রকল্পে কাজ করতে চাই, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।”

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে দাউদ ঢাকায় আসেন। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলনকে অত্যন্ত সফল ও আন্তরিক বলে অভিহিত করেন।

“বিডা সামিটে একটা মানবিক স্পর্শ ছিল—সবকিছু আন্তরিক, আন্তঃসম্পর্কপূর্ণ ও লক্ষ্যনির্ভর মনে হয়েছে। এক ছাদের নিচে এতো শীর্ষস্থানীয় কোম্পানিকে দেখে আমি মুগ্ধ,” বলেন দাউদ।

অধ্যাপক ইউনূস এংগ্রোর নেতৃবৃন্দকে বাংলাদেশে আবার আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, “আবার আসুন, ঘুরে দেখুন। বাংলাদেশ শুধু বিনিয়োগকারীদের জন্য নয়—এই দেশ বিশ্বকেও অনেক কিছু দেওয়ার সক্ষমতা রাখে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথী।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/18HqaBayGs/

মারিয়া

×