
ছবি: সংগৃহীত
গ্রামের অন্তত দেড় হাজার মানুষকে নিমন্ত্রণ করে জীবিত অবস্থায় নিজের চল্লিশা পালন করলেন রাজশাহীর বানেছা বেওয়া। তাঁর বয়স এখন ৯৬ বছর। তিনি রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস কমলাপুর এলাকার মৃত ইনছার আলীর স্ত্রী।
১২ সন্তানের পরিবার নিয়ে সুখের সংসার তার। তবে শেষ বয়সে এসে মৃত্যুর স্বাদ গ্রহণের আগেই নিজের চল্লিশা স্ব-চোখে দেখে যেতে চান তিনি। তাইতো কয়েক গ্রামের প্রায় দেড় হাজার মানুষকে তৃপ্তিসহকারে খাইয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এই নারী।
আজ বৃহস্পতিবার তার নিজ এলাকায় নীল-সাদা শামিয়ানা টানিয়ে, গরু ও ছাগল জবাই করে বিশাল ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই চল্লিশা। দুপুর থেকেই গ্রামটির আশপাশ, এমনকি দূর দূরান্ত থেকে মানুষ ঘটনাটি দেখতে এবং চল্লিশার খাবার খেতে আসতে শুরু করেন।
মৃত্যুর পর যদি সন্তানরা চল্লিশা করতে না পারে, তাই জীবিত অবস্থায় এই আয়োজনের মধ্য দিয়ে সকলের দোয়া নেওয়ার মনস্থির করেন তিনি। ১২ সন্তানের জননীর মনের ইচ্ছে পূরণের জন্যই মূলত এই আয়োজন। চল্লিশায় তার ৮ ছেলে, ৪ মেয়েসহ প্রায় ৬০ জন নাতিপুতি উপস্থিত ছিল।
মামুন-অর-রশিদ/রবিউল