ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ভারতের ট্রানশিপমেন্ট বাতিলের প্রভাব পড়েনি আখাউড়া স্থলবন্দরে

মো. সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ১৯:৫২, ১০ এপ্রিল ২০২৫

ভারতের ট্রানশিপমেন্ট বাতিলের প্রভাব পড়েনি আখাউড়া স্থলবন্দরে

ছবি সংগৃহীত

ভারতের ট্রানশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এখানকার ভারতমুখী পণ্য রপ্তানি কার্যক্রম আগের মতোই স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, “আজ প্রায় ৭০ মেট্রিক টন বিভিন্ন পণ্য ভারতের আগরতলায় প্রবেশ করেছে। যার মোট রপ্তানি মূল্য ২৪ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা।”

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, “আজও পাথর, বর্জ্য তুলাসহ বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক আগরতলায় প্রবেশ করেছে। আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বাধা নেই।”

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন বরফায়ীত মাছ, সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

আশিক

×