
ছবি: সংগৃহীত
ভারত সরকার হঠাৎ করেই বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বেনাপোল স্থলবন্দর থেকে পাঠানো চারটি গার্মেন্টস পণ্যের ট্রাক বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ফেরত পাঠানো হয়েছে। ট্রাকগুলো পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে না পেরে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বাধ্য হয়ে ঢাকায় ফেরত নিয়ে যেতে হয়েছে।
ভারত সরকারের নতুন সার্কুলার নম্বর ১৩/২০২৫ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয় মঙ্গলবার (৮ এপ্রিল), যা পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত পণ্য পরিবহনের একটি কার্যকর পথ বন্ধ হয়ে গেছে।
তবে এখনো বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহনের সুবিধা চালু রয়েছে। অর্থাৎ, বাংলাদেশ এখনও বন্ধুত্বপূর্ণ অবস্থান বজায় রেখেছে এবং ভারতে পণ্য খালাস ও পরিবহন অব্যাহত রেখেছে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে যে গার্মেন্টস পণ্য স্পেন ও যুক্তরাজ্যে রপ্তানি হতো, সেগুলো ভারতীয় ট্রাকে করে দিল্লি বিমানবন্দরে পাঠানো হতো। দিল্লি থেকে দ্রুত কার্গো বিমানে করে এসব পণ্য ইউরোপে পৌঁছে যেত। এখন সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় গার্মেন্টস পণ্য পাঠাতে সমুদ্রপথে নির্ভর করতে হবে, যা পৌঁছাতে প্রায় দুই মাস সময় লাগে।
ফেরত পাঠানো ট্রাকগুলোতে থাকা রেডিমেড গার্মেন্টস পণ্য নেপালে রপ্তানির জন্য প্রস্তুত ছিল বলে জানিয়েছেন ডিএসবি এয়ার অ্যান্ড সি লিমিটেডের ম্যানেজার বসির আহমেদ।
এ বিষয়ে যৌথ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের অর্থমন্ত্রণালয় থেকে একটি চিঠির মাধ্যমে ট্রানজিট সুবিধা বন্ধের নির্দেশনা আসে, যা পেট্রাপোল কাস্টমসে কার্যকর করা হয়েছে। ফলে তৃতীয় দেশের গার্মেন্টস পণ্য পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে পারছে না।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারত সরকারের এমন সিদ্ধান্তে দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার এ আক্রোশমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক সজীব নাজির বলেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থেকে থার্ড পার্টি পণ্যের জন্য কার্পাস ইস্যু করা হয়নি, ফলে ট্রাকগুলো ভারতে প্রবেশ করতে পারেনি। তবে ভারতের অভ্যন্তরে সরাসরি রপ্তানির উদ্দেশ্যে পাঠানো অন্যান্য পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/t8DLKSdbHGw?si=AcdfTdxxv2pIo9C9
এম.কে.