ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

চরমোনাই শায়েখ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

‘মার্চ ফর গাজায় আমি উপস্থিত থাকব, আপনারাও সকলে যোগ দিন’

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৯:১৯, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২০, ১০ এপ্রিল ২০২৫

‘মার্চ ফর গাজায় আমি উপস্থিত থাকব, আপনারাও সকলে যোগ দিন’

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) আজ ১০ এপ্রিল (বৃহস্পতিবার) এক ভিডিও বার্তায় বলেছেন, "ইজরায়েল গাজায় ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা চালাচ্ছে। তার প্রতিবাদে 'মার্চ ফর গাজা' নামে যে আয়োজন করা হয়েছে সেখানে আমি থাকবো, ইনশাআল্লাহ। আপনারাও আপনাদের সাধ্যমত সকলকে নিয়ে সেই আয়োজনে শামিল হোন।"

উল্লেখ্য, গাজায় গণহত্যার বিরুদ্ধে দেশের সকল ধারার ওলামায়ে কেরাম ও ইসলামপন্থী নেতৃত্বের সমন্বয়ে আগামী ১২ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দি ময়দানে 'মার্চ ফর গাজা' আয়োজন করা হয়েছে। প্রথমে স্থান ঠিক করা হয়েছিল শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত। পরে বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দি উদ্যানকে বেছে নেয়া হয়েছে। সোহরাওয়ার্দি ময়দানে বিকাল ৩টা থেকে অনুষ্ঠান শুরু হবে।

'মার্চ ফর গাজা' কর্মসূচিতে দেশের সকল ধারার শীর্ষ ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

রাকিব

আরো পড়ুন  

×