ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

স্টারলিংকের গতি কেমন হবে

প্রকাশিত: ১৮:৪৯, ১০ এপ্রিল ২০২৫

স্টারলিংকের গতি কেমন হবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন সামিট ২০২৫- পরীক্ষামূলকভাবে স্টারলিংকের টার্মিনাল ব্যবহার করে ইন্টারনেট গতির অভিজ্ঞতা শেয়ার করা হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনীতে দেখা যায়, স্টারলিংকের হোম টার্মিনাল থেকে সর্বোচ্চ ১৭৫ এমবিপিএস ডাউনলোড এবং ২৫ এমবিপিএস আপলোড গতি পাওয়া গেছে। অন্য একটি স্ট্যান্ডার্ড টার্মিনালে গতি ছিল ১২৪ এমবিপিএস ডাউন এবং ১৯ এমবিপিএস আপ।

বিশেষজ্ঞরা বলছেন, গতি ল্যাটেন্সির দিক থেকে এটি বাংলাদেশের অনেক প্রচলিত ব্রডব্যান্ড সংযোগের তুলনায় এগিয়ে। তবে বর্তমানে বাংলাদেশে স্টারলিংকের কোনো গেটওয়ে নেই। গেটওয়ে স্থাপনের পর গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

স্টারলিংক কর্তৃপক্ষ ইতোমধ্যে বিটিআরসির সঙ্গে লাইসেন্স সংক্রান্ত আলোচনায় রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে, স্টারলিংক দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে পারবে।

 

মেহেদী হাসান

×