ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শোনেন, না হলে কিন্তু আপনারে রিপেয়ার করে দিব: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৮:৩৯, ১০ এপ্রিল ২০২৫

শোনেন, না হলে কিন্তু আপনারে রিপেয়ার করে দিব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জে রাবার ড্যামের সংস্কার কাজে গাফিলতির অভিযোগে কড়া অবস্থান নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) তিনি সরেজমিনে জেলার গোবিন্দপুরে রাবার ড্যাম পরিদর্শন করতে গিয়ে এক নির্বাহী প্রকৌশলীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং মোবাইল ফোনে তাকে হুঁশিয়ারি দেন।

ফোনালাপে তিনি বলেন, “জানেন না যে আমরা আসব এখানে? ওহ, আপনি খোঁজও রাখেন নাই। আপনার ড্যামে ই হয়ে (লিক) রয়েছে কেন? রাবার ড্যাম।”

প্রকৌশলীর পক্ষ থেকে কিছু বলার পর তিনি আরও বলেন, “কয় দিন লাগব? শোনেন, তাইলে কিন্তু আপনারেই রিপেয়ার করে দিব। বুঝতে পারছেন? আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি। কাম করবেন না।”

প্রকৌশলী কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলে উপদেষ্টা বলেন, “না পয়সা খান না, আপনার নাম, নাম্বার সব দেন। রাবার ড্যাম আপনি সাত দিনের মধ্যে শেষ করবেন। আর আপনি আহেন নাই কেন এদিকে? আপনি আছেন কোন জায়গায় এহন, আসেন এহানে।”

এর আগে সুনামগঞ্জে যাওয়ার পথে সিলেট এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে লালগালিচা বিছানো হলে, তিনি সেই আয়োজন দেখে বিরক্তি প্রকাশ করেন।

সূত্রঃ https://youtu.be/GRXk1XTGhEw?si=mmY9TGbTk0eDW9nF

ইমরান

×