ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৮:৩৫, ১০ এপ্রিল ২০২৫

রাজশাহীতে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে মানববন্ধন

ছবি: সংগৃহীত

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও দ্রুত নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরিবর্তন, ক্লিন ও বিডব্লিউজিইডি'র যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

২০১৬ সালের বাঁশখালী আন্দোলনে জীবন দেয়া মানুষদের স্মরণে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, 'আর নয় জীবাশ্ম জ্বালানি, পরিচ্ছন্ন ভবিষ্যতের অপেক্ষা'- এই বার্তা ধারণ করে কয়লা, এলএনজি ও অন্যান্য দূষণকারী শক্তির ব্যবহার বন্ধ করার এখনই সময়।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা শুধু পরিবেশগত ক্ষতিই করছে না, বরং অর্থনৈতিকভাবেও দেশকে চাপে ফেলছে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বিদ্যুতের দাম বাড়ছে, যার বোঝা সাধারণ মানুষের ঘাড়েই চাপছে।

এছাড়া, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য উৎসকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন বক্তারা।

এই কর্মসূচিতে পরিবর্তন পরিচালক রাশেদ রিপনসসহ পরিবেশবিদ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মামুন-অর-রশিদ/রাকিব

আরো পড়ুন  

×