ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি ভোমরা বন্দরে, আমদানি-রপ্তানি স্বাভাবিক

মিজানুর রহমান, সাতক্ষীরা

প্রকাশিত: ১৬:৫৬, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৫৬, ১০ এপ্রিল ২০২৫

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি ভোমরা বন্দরে, আমদানি-রপ্তানি স্বাভাবিক

ছবি: সংগৃহীত।

ভারতের মধ্য দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য পরিবহন বা ট্রান্সশিপমেন্টে ভারতের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেশের সামগ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যে কিছুটা প্রভাব ফেললেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এর কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) অন্যান্য দিনের মতোই ভোমরা বন্দর দিয়ে প্রায় ২০০টির বেশি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। একইভাবে, বাংলাদেশ থেকেও রপ্তানিযোগ্য পণ্য নিয়ে ভারতে গেছে বাংলাদেশি ট্রাক।

ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন বলেন, “ভোমরা বন্দর দিয়ে সাধারণত বাংলাদেশ থেকে সরাসরি ভারতের বাজারে পণ্য রপ্তানি করা হয়। এখানে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে কোনো ট্রান্সশিপমেন্ট কার্যক্রম পরিচালিত হয় না। ফলে ভারতের এই সিদ্ধান্ত ভোমরা বন্দরের কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।”

এ বিষয়ে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, “আমাদের ব্যবসা সম্পূর্ণভাবে ভারতের বাজার নির্ভর। এই বন্দর দিয়ে নেপাল বা ভুটানে কোনো পণ্য যায় না। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রায় ২৫০টি পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তাই ভোমরা বন্দর নিয়ে আপাতত কোনো দুশ্চিন্তার কারণ নেই।”

বৃহস্পতিবার সরেজমিনে ভোমরা বন্দরে দেখা গেছে, আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। ট্রাক চলাচল, পণ্য খালাস ও রপ্তানির কাজ চলছে নির্বিঘ্নে। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরাও জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতা বা সমস্যা সৃষ্টি হয়নি।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×