ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আগে ঘরে থাকতে পারতেন না, এখন বীরদর্পে চাঁদাবাজি করছেন, জনগণ জানে কোনটা বিষ, কোনটা মধু: সারোয়ার তুষার

প্রকাশিত: ১৬:৩৫, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৩৬, ১০ এপ্রিল ২০২৫

আগে ঘরে থাকতে পারতেন না, এখন বীরদর্পে চাঁদাবাজি করছেন, জনগণ জানে কোনটা বিষ, কোনটা মধু: সারোয়ার তুষার

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষার বলেছেন, "আপনি আগে ঘরে থাকতে পারতেন না, কিন্তু এখন মাঠে থেকে বীরদর্পে চাঁদাবাজি করছেন।" তিনি আরও বলেন, "যদি এটা আপনার জন্য বিষ মনে হয়, তবে সেটি ঠিক আছে, কারণ জনগণ জানে কোনটা বিষ আর কোনটা মধু।"

সারোয়ার তুষার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বিএনপির এক নেতা সম্পর্কে বলেন, "আপনি গত ১৫ বছর কেমন ছিলেন, তা স্মরণ করা প্রয়োজন। ধরা যাক, বিএনপির একদম নীতিনির্ধারণী পর্যায়ের নেতা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছিলেন যে তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আজ সেই নেতা বলছেন, 'চাঁদা তুলে আমি ইউটিউবারদের চালিয়ে দেব।' এই ধরনের বক্তব্য দেওয়ার জন্যও গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে।"

তুষার বলেন, "এখন হয়তো এটি আপনার কাছে বিষ মনে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1EL3JrA4VX/

মারিয়া

আরো পড়ুন  

×