ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি: সালাউদ্দিন

প্রকাশিত: ১৬:০৮, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০৯, ১০ এপ্রিল ২০২৫

ক্ষমতায় থাকুক বা  না থাকুক মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি: সালাউদ্দিন

ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, মানুষের কল্যাণে ও মানবতার সেবায় সক্রিয় ভূমিকা পালন করবে। 

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সম্প্রতি জুলহাস মোল্লা, একজন ইলেকট্রিক মিস্ত্রি, "আলট্রা লাইট-আরসি" মডেলের একটি বিমান তৈরি করে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। তার এই উদ্যোগকে উৎসাহিত করতে, ৫ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠান। আজ আবারও, তারেক রহমানের পক্ষ থেকে জুলহাস মোল্লাকে আর্থিক অনুদান প্রদান করা হয়। দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  তিনি জানান, বিএনপি সবসময় দেশের উন্নয়ন এবং মেধাবী যুবকদের প্রতি তার সহযোগিতা অব্যাহত রাখবে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1ADUw3fhQg/

মারিয়া

আরো পড়ুন  

×