ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৫:৫১, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৫২, ১০ এপ্রিল ২০২৫

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশের কিছু স্থানে জনতা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে, তবে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা রেখে তাদের আরও পাঁচ বছর দায়িত্বে দেখতে চায়। এর আগে তিনি সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন করেন। সেখানে লালগালিচা সংবর্ধনার আয়োজন দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সরকারি দায়িত্ব পালনকে বিলাসিতায় পরিণত করা উচিত নয়।

তথ্যসূত্রঃhttps://jamuna.tv/news/604709?fbclid=IwY2xjawJkcIBleHRuA2FlbQIxMQABHmQNvLhCnEVOhfiXWKFfO7iW16mtr8BnY54AdROgFDy3G0cuptPaSg0TL3Z3_aem_Wbqhw2oxyOf1RzId2NpO_w

মারিয়া

আরো পড়ুন  

×