
ছবি: সংগৃহীত
দেশের সব মাদরাসায় বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) এবং চৈত্র সংক্রান্তি উদযাপনের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়।
অফিস আদেশে জানানো হয়, মাদরাসাগুলোকে নিজেদের ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে। এ আয়োজনে বাংলা নববর্ষ, জাতীয় চৈত্র সংক্রান্তি এবং দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন অন্তর্ভুক্ত থাকবে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারি ও বেসরকারি সব মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং ইবতেদায়ি প্রধানদের মাধ্যমে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
এর আগে গত ২৩ মার্চ, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও বাংলা নববর্ষ উদযাপনে নির্দেশনা দিয়েছে।
শিহাব