ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

‘মার্চ ফর গাজা’ সফল করতে আজহারি-আহমাদুল্লাহসহ থাকছেন যারা

প্রকাশিত: ১০:০৯, ১০ এপ্রিল ২০২৫

‘মার্চ ফর গাজা’ সফল করতে আজহারি-আহমাদুল্লাহসহ থাকছেন যারা

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে আগামী শনিবার (১২ এপ্রিল) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ শিরোনামের বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত। এই কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ।

আয়োজকরা জানিয়েছেন, এদিন বিকেল ৩টায় শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে এই বিশাল মিছিল ও গণজমায়েত। কর্মসূচিকে সফল করতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই গণজমায়েতে সরাসরি উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি, ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম), এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

গত ৭ এপ্রিল, ড. মিজানুর রহমান আজহারি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, “প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে গাজায় চলমান শতাব্দীর সবচেয়ে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ, আমি নিজে সেখানে উপস্থিত থাকব। সবাইকে মানবতা ও ন্যায়ের পক্ষে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাই।”

অন্যদিকে, শায়খ আহমাদুল্লাহও এক ভিডিও বার্তায় বলেন, “এই শতাব্দীর বর্বর গণহত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান জানাতে ১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমি নিজে অংশ নেব। সবাইকে নির্ভয়ে, নির্দ্বিধায় মানবতার পক্ষে রাস্তায় নামার আহ্বান জানাই।”

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ তার ভিডিও বার্তায় বলেন, “আমরা সবাই মিলে গাজাবাসীর প্রতি আমাদের সমর্থন জানাতে এই কর্মসূচিতে অংশ নিই। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আমি নিজেও থাকব, ইনশাআল্লাহ।”

এছাড়া, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল শাখার সংগঠক হাসনাত আব্দুল্লাহও তার ভিডিও বার্তায় সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আয়োজকদের ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী-সহ বিভিন্ন ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, খেলোয়াড় ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই কর্মসূচির পক্ষে বার্তা দিয়েছেন।

সবার কণ্ঠে ছিল একটিই কথা—ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এখনই মানবিক দায়িত্ব। তাই গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানাতে সবাইকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×