
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীর দায়িত্ব গ্রহণ করাকে একটি অনন্য ঘটনা হিসেবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তুষার বলেন, ‘চ্যালেঞ্জ জানাতে চাই যে এই মূহূর্তে বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে যারা আশিক চৌধুরীর মত একটা লোককে তৈরি করতে পারবে বা প্রোভাইড করতে পারবে? যারা ইলেকশন চাচ্ছে তাদের এই ধরণের একটা লোকও নাই। যারাই ইলেকশনের মাধ্যমে আসুক তাদের অন্তত এই মুহূর্তে এমন একজন লোক নাই। শুধু বড় বড় কথা বললেই তো হবে না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. ইউনূস সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য চলমান ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে সারোয়ার তুষার বলেন, ‘সামাজিক মাধ্যমকে আমরা কতটুকু আনুষ্ঠানিক হিসেবে ধরবো সেটা আমাদের বিবেচনা করে নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ড. ইউনূস যখন সাধারণ মানুষের সাথে দেখা করছিলেন তখনও অনেকে বলেছেন তাকে ৫ বছর ক্ষমতায় থাকতে হবে। এগুলোকে আমি স্বতঃস্ফুর্ত আবেগ হিসেবে দেখি। এবং এই আবেগটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটি একটি আলোচনার বিষয়। আমরা দলগতভাবে কখনই বলি নাই যে কত বছর থাকতে হবে। বা ডিসেম্বরের মধ্যে চলে যেতে হবে। এগুলো আমাদের চিন্তার কাঠামো নয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এই মুহূর্তে বিনিয়োগের ঘাটতিতে আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিডা নামক যেই প্রতিষ্ঠানটি আছে, বিনিয়োগ উন্নয়ন বোর্ড, এই প্রতিষ্ঠানের তেমন কোনো ভ্যালু ছিল না তখন। ইনভেস্টাররা সেখানে গিয়ে কান্নাকাটি করতেন। আশিক চৌধুরীর মত একজন লোক যার এত সুন্দর জীবনযাপন ছিল সিঙ্গাপুরে, সেখান থেকে তিনি শুধুমাত্র ড. ইউনূসকে সার্ভ করার জন্য দেশে চলে এসেছেন। উনি কি কিছু ডেলিভার করবেন না? নাহলে উনি কেন আছেন? এই ইনভেস্টমেন্ট সামিটের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে আমাদের গ্লোবাল স্কিলের মানুষ আছে।’