ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গতবারের তুলনায় কেজি প্রতি চার টাকা বেশিতে ধান-সিদ্ধ চাল কেনা হবে

প্রকাশিত: ০৯:৪৪, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৪৬, ১০ এপ্রিল ২০২৫

গতবারের তুলনায় কেজি প্রতি চার টাকা বেশিতে ধান-সিদ্ধ চাল কেনা হবে

চলতি বোরো মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে সরকার। সরকারি পক্ষে ধান, সিদ্ধ চাল এবং গম কেনার দর নির্ধারণ করা হয়েছে। এ বছর ধান, সিদ্ধ চাল এবং গম কেজি প্রতি যথাক্রমে 36 টাকা, 49 টাকা এবং 36 টাকায় কেনা হবে। চলতি বছর এই সংগ্রহ অভিযান শুরু হবে আগামী ২৪ এপ্রিল থেকে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকের শেষে এই তথ্য তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান,“গতবারের তুলনায় কেজি প্রতি চার টাকা বেশিতে ধান ও সিদ্ধ চাল কেনা হবে।”

এদিকে, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন,“উৎপাদন খরচের সাথে মুনাফা যোগ করে এই দর নির্ধারণ করা হয়েছে।”

চলতি বোরো মৌসুমে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, সাড়ে তিন লাখ টন ধান এবং ১৪ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

এছাড়া, কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান,“এবার ভালো ফলন হওয়ায় খাদ্যশস্য সংগ্রহে কোনো সংকটের সম্ভাবনা নেই।”

এ বছরের খাদ্যশস্য সংগ্রহ অভিযান সফল হওয়ার আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছরের খাদ্য সংগ্রহ অভিযান সফল হলে, দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। 

 

সূত্র:https://tinyurl.com/2hmhhn5v

আফরোজা

আরো পড়ুন  

×