
ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে বলেছেন, আমাদের দুর্ভাগ্য যে গত রেজিমে গণতন্ত্র নিশ্চিহ্ন হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা সেটা শেষ হয়নি এখনো। আমারা শুধু একটা প্রক্রিয়ার ভিতরে আছি, সেই প্রক্রিয়ার ভিতর ভোট হলো শুরু কিন্ত ভোট শেষ কথা না।
তিনি আরো বলেন, গণতন্ত্রের শেষ কথা কিন্ত ভোট না। মানুষের বাকস্বাধীনতা দরকার, আইনের শাসন দরকার, বিচার বিভাগের স্বাধীনতা দরকার এই প্রতিষ্ঠানগুলো এখনো তার জায়গাতে ফেরত আসেনি। সেই ফেরত আসার প্রচেষ্টা যদি না থাকে, যদি দৃশ্যমান উদ্যোগ না দেখি আমরা তাহলে কোন রেজিমকেই এ দেশের জনগণ গ্রহণ করবে না।
তিনি আরো বলেন, দুর্ভাগ্যজনক ভাবে দেখছি যে রাজনৈতিক দলগুলো আছে এখন সক্রিয়, তাদের অতীত আমাদের জানা আছে, তারা অতীত থেকে কী শিক্ষা নিয়েছেন সেটাও আমরা দেখেছি, তাদের ভিতর ন্যূনতম কোন অবস্থান দেখছি না, যে তারা তাদের বদ খাসলত চাঁদাবাজি করা, দুর্নীতি করা সেই প্রচেষ্টা থেকে সরে আসার কোন ভালো উদ্যোগ আমরা দেখিনি। নতুন যে রাজনৈতিক দল এসেছে তারাও দৃশ্যমান এমন কিছু দেখাতে পারেনি যা দেখে মনে হবে তারা নতুন বন্দোবস্তের রাজনীতি করবে।
রিফাত