
ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পড়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কিছু সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট প্রচারিত হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার বাংলাদেশ এ্রর এক পোস্টে বলা হয়, এসএসসি পরীক্ষার ২০২৫ সালকে ২০২৪ সালের প্রশ্নের সাল হিসেবে প্রচার করা হয়েছে সাল সম্পাদনা করার মাধ্যমে। রিউমর স্ক্যানার দাবি করে যে, পোস্টগুলো গুজব ছড়াচ্ছে।
প্রশ্ন ফাঁস সংবলিত পেজসমূহে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগও উঠেছে। সেই পোস্টে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন পাওয়া যাবে বলে দাবি করা হচ্ছে, এবং এতে বিভিন্ন বোর্ডের প্রশ্ন জানতে মন্তব্য করতে বলা হচ্ছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/15ADZpECoU/
মারিয়া