ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানে শফিক ভাই অসাধারণ ভূমিকা পালন করেছিলেন: ওয়াহিদুজ্জামান

প্রকাশিত: ০০:৫৭, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:০৫, ১০ এপ্রিল ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শফিক ভাই অসাধারণ ভূমিকা পালন করেছিলেন: ওয়াহিদুজ্জামান

ছবি: এ কে এম ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব শফিকুল আলম।

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সাহসিক ও নির্ভরযোগ্য ভূমিকার কথা স্মরণ করলেন এ কে এম ওয়াহিদুজ্জামান। এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ইন্টারনেট বন্ধ থাকায় যখন সারা দেশ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তখন শফিক ভাই ছিলেন তথ্য পাওয়ার অন্যতম নির্ভরযোগ্য উৎস।

ওয়াহিদুজ্জামান লিখেন, “দেশের সকল ইন্টারনেট যখন বন্ধ, তখন খবর পাওয়ার জন্য আমার দুইটা মাত্র সোর্স ছিল—আমাদের আইটি টিমের কাছে দেওয়া স্যাটেলাইট ফোন আর শফিক ভাই। নিরাপত্তাজনিত কারণে স্যাটেলাইট ফোন বেশিরভাগ সময় বন্ধ রাখা হতো। কিন্তু শফিক ভাইকে সবসময়ই ফোন করে পাওয়া যেত। উনি ফোন ধরতেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতেন।”

শফিকুল আলমের এই নিঃস্বার্থ প্রচেষ্টা শুধু প্রশাসনিক সমন্বয়েই নয়, বরং গণতান্ত্রিক চেতনার পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন অনেকেই।

ওয়াহিদুজ্জামানের এই পোস্টের সূত্র ধরে আবার আলোচনায় এসেছে আসিফ এন্তাজ রবি রচিত জনপ্রিয় উপন্যাস ‘ট্রেন টু ঢাকা’, যেখানে শফিক ভাইয়ের সেই ঝুঁকি নেবার ঘটনা সাহিত্যরূপ পেয়েছে। উপন্যাসের সেই অধ্যায় যেন বাস্তব ঘটনার এক জীবন্ত দলিল হয়ে আছে আজও।

এই পোস্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই শফিকুল আলমের মতো নির্ভীক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তাঁর অবদানের প্রশংসা করেছেন।

নুসরাত

আরো পড়ুন  

×