ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

যে কারণে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

প্রকাশিত: ০০:৫৫, ১০ এপ্রিল ২০২৫

যে কারণে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "প্রিয় রাষ্ট্রপতি, আমাদের ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার অনুরোধে ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার বাণিজ্য উদ্যোগের সমর্থনে আপনার প্রশাসনের সাথে কাজ চালিয়ে যাব।"

ড. ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এ বক্তব্য প্রকাশ করেছেন। 

প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার এক ঘোষণায় জানান,  ৯০ দিনের জন্য সেই সব দেশের উপর পারস্পরিক শুল্ক স্থগিত রাখবেন, যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেননি। 

ট্রাম্প জানিয়েছেন, এই দেশগুলোর উপর শুল্ক ১০% এ নামিয়ে আনা হবে, যা  অন্যান্য সব আমদানির শুল্কের সমান হবে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1E95QKnqrC/

মারিয়া

আরো পড়ুন  

×