ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ নিয়ে ধারণাই বদলে গেছে ইন্ডিটেক্সের

প্রকাশিত: ০০:৩৭, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:০৪, ১০ এপ্রিল ২০২৫

বাংলাদেশ নিয়ে ধারণাই বদলে গেছে ইন্ডিটেক্সের

ছবিঃ সংগৃহীত

দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় গত সোমবার (৭ এপ্রিল) ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫’ শীর্ষক এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডার নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন, উনি বলেছেন জীবনে প্রথমবারের মত বাংলাদেশে এসেছেন। ওনাদের অনেকগুলো বড় বড় ব্র‍্যান্ড আছে, সবাই জারার কথা বলে, কিন্ত এছাড়াও আরো অনেকগুলো ব্র‍্যান্ড আছে তাদের। তিনি বললেন, বাংলাদেশে না আসলে বাংলাদেশ সম্পর্কে তার এই ধারণা টা কখনোই তৈরি হতো না। ইন্ডিটেক্সের গর্বটা আসলে বাংলাদেশের গর্বের মত। তারা জেনুইনলি ফিল করে বাংলাদেশের আইডেন্টিটির পার্ট।

 

সূত্রঃ https://www.facebook.com/share/r/1FMaM6WCzW/

রিফাত

আরো পড়ুন  

×