ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জুলাই আন্দোলনকে যেভাবে তুলে ধরলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রকাশিত: ০০:১৮, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:২৮, ১০ এপ্রিল ২০২৫

জুলাই আন্দোলনকে যেভাবে তুলে ধরলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

ছবিঃ সংগৃহীত

বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ চেয়ারম্যান, বিডা এর চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

প্রেজেন্টেশনের এক পর্যায়ে জুলাই-আগস্ট আন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “এটা ছিলো ২০২৪ এর ৫ই অগাস্ট। দুর্ভোগ্যবশত আমি তখন সিঙ্গাপুরে ছিলাম কিন্তু আমার পরিবার এখানে ছিলো। আমার স্ত্রী এবং ভাই গ্রীষ্মের ছুটিতে দেশে এসেছিলো। তারা সকলেই রাস্তায় নেমে এসেছিলো আন্দোলনের অংশ হিসেবে। স্থানীয় সময় দুপুরের দিকে আমি তাঁদের জিজ্ঞেস করলাম ঢাকায় তখন কি ঘটছে। তারা তখন বললো, তারা একটি জনসমাগমের মধ্য দিয়ে যাচ্ছে। তখন তারা যেটি করলো তা হলো তারা সামনের দিকে তাকিয়ে একটা ছবি তুললো যেখানে দেখা যাচ্ছে তাঁদের সামনে কি রয়েছে। এবং পিছনে ঘুরলো, সেখানে দেখা যাচ্ছিলো তাঁদের পেছনে কি রয়েছে। আমাদের আসলে বুঝতে হবে আসলে সেখানে কি ঘটেছিলো।”

তিনি আরও বলেন, “তরুণরা সেদিন রাস্তায় নেমে এসেছিলো যাদের দাবী ছিলো স্বচ্ছতা, সম্ভাবনা, গণতন্ত্র ও বাকস্বাধীনতা। এবং এটাই আমাদেরকে আজ এ স্থানে নিয়ে এসেছে।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=919750393456599&rdid=CwXMH3lKatseN85Q

ইমরান

আরো পড়ুন  

×