ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বন্দর থেকে বৈশ্বিক সংযোগে নতুন অধ্যায়, প্রধান উপদেষ্টার সাথে ডিপি ওয়ার্ল্ড প্রধানের বৈঠক

প্রকাশিত: ২৩:০৬, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:১৬, ৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম বন্দর থেকে বৈশ্বিক সংযোগে নতুন অধ্যায়, প্রধান উপদেষ্টার সাথে ডিপি ওয়ার্ল্ড প্রধানের বৈঠক

ছবিঃ সংগৃহীত

ডিপি ওয়ার্ল্ড(DP World)-এর গ্রুপ চেয়ারম্যান এবং সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামো খাতে সম্ভাব্য কৌশলগত বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

এ বৈঠকটি তাদের পূর্ববর্তী আলাপের পর, যা হয়েছিল ডাভোসে। সেখানে সুলতান আহমেদ বিন সুলায়েম চট্টগ্রামের নিউ মোরিং কনটেইনার টার্মিনালে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রস্তাবিত এই বিনিয়োগের উদ্দেশ্য হলো চট্টগ্রাম বন্দর থেকে ট্রাফিক সংকট কমানো, পরিবেশে কার্বন নিঃসরণ হ্রাস করা এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক গেটওয়ের কার্যকারিতা বৃদ্ধি করা।

প্রফেসর ইউনূস বৈঠকে বলেন, “এ দেশ সুযোগের দেশ, এখানে আসুন এবং আমরা একসঙ্গে এ প্রকল্প বাস্তবায়িত করি।”

সুলতান আহমেদ বিন সুলায়েম তার কোম্পানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা এই অংশীদারিত্বের জন্য প্রস্তুত। বাংলাদেশের সমৃদ্ধি আমাদের সমৃদ্ধি। চট্টগ্রাম থেকে দুবাই এবং আফ্রিকা—এটি আমাদের একক স্বপ্ন।”

এছাড়া, প্রধান উপদেষ্টা ইউনূস ডিপি ওয়ার্ল্ড-কে আরও কিছু খাতে, যেমন মৎস্য, কৃষি প্রক্রিয়াকরণ এবং হলাল মাংস রপ্তানি, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন। তিনি বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়নেও গুরুত্বারোপ করেন।

“আমাদের দায়িত্ব হল কর্মীদের সঠিক প্রশিক্ষণ দেওয়া, এবং আমরা এটি নিশ্চিত করব,” বলেন প্রফেসর ইউনূস।

ডিপি ওয়ার্ল্ড-এর সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকদের জন্য ভিসা সুবিধা নিয়ে কাজ করছে এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে আসছে।

তিনি আরও জানান, ডিপি ওয়ার্ল্ড-এ বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার জন্য একটি “বাংলাদেশ মার্কেট” চালু করার পরিকল্পনা রয়েছে, যা চীন এবং ভারতের জন্য চালু হওয়া ট্রেড মার্টের অনুরূপ। “আমরা বাংলাদেশের কাঠ, মার্বেল এবং কৃষিপণ্যগুলো বিশ্বব্যাপী পরিচিত করতে চাই,” বলেন সুলতান আহমেদ।

এছাড়া, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন এবং বলেন, “আমরা বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সমস্যা সমাধানে কাজ করছি এবং আশা করি শীঘ্রই এই সমস্যা সমাধান হবে।”

এ বৈঠকে জানানো হয়, দুটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি সম্প্রতি বাংলাদেশ থেকে প্রায় ৫০০ কর্মী নিয়োগ করেছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

ডিপি ওয়ার্ল্ড, যা বিশ্বের শীর্ষস্থানীয় লজিস্টিকস, সামুদ্রিক পরিষেবা এবং প্রযুক্তি-চালিত বাণিজ্য সুবিধার ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছে, বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সমর্থনে অঙ্গীকারবদ্ধ।

এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15mwqK1Vj8/

মারিয়া

আরো পড়ুন  

×