ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

যেকারণে হঠাৎ দুদকে হাসনাত-সারজিস 

প্রকাশিত: ২৩:০০, ৯ এপ্রিল ২০২৫

যেকারণে হঠাৎ দুদকে হাসনাত-সারজিস 

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত কিছু অভিযোগ জমা দিয়েছেন। তবে কার বিরুদ্ধে বা কী অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি তারা। দুদকের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। প্রায় আধা ঘণ্টার বৈঠক শেষে তারা বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমরা কিছু অভিযোগ জমা দিয়েছি, যা খুবই গোপনীয়। এগুলো প্রকাশ হলে অন্যায়কারীরা সতর্ক হয়ে যাবে, তাই বিস্তারিত জানাতে চাই না।"

এনসিপির অপর নেতা সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে কিছু লোক নিজেদের স্বার্থে ‘সাম্রাজ্য’ গড়েছে এবং সাধারণ মানুষকে হয়রানি করেছে। তবে তিনি আশা করেন, এবার এমন কিছু হবে না।

তবে রাজনৈতিক মহলে এনসিপি নেতাদের এই গোপন অভিযোগ ঘিরে নানা গুঞ্জন চলছে। কেউ কেউ বলছেন, এটি সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, আবার কেউ মনে করছেন, দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে এনসিপি। এখন দেখার বিষয়, দুদক এই অভিযোগ নিয়ে কী পদক্ষেপ নেয়।

ফারুক

আরো পড়ুন  

×