
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের চলমান বিনিয়োগ সম্মেলনে "বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি" (BIDA)-র চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উমামা ফাতেমা তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উমামা ফাতেমা তার ফেসবুক টাইমলাইনে একটি ভিডিও পোস্ট শেয়ার করে বলেন, ""সত্যিই অসাধারণ উপস্থাপনা। আমি বলব, এটি ছিল সত্যিকারভাবে পেশাদারিত্বের এক দৃষ্টান্ত। "
ভিডিও পোস্টের বার্তার প্রতি সহমত ব্যক্ত করেছেন তিনি। পোস্টকারীর ভাষ্য অনুযায়ী, "আমি আজকের সম্মেলনে বিডা-এর চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনা দেখলাম! টপ নচ পারফরম্যান্স! মেধাকে মূল্যায়ন করা হলে স্বাভাবিকভাবেই দেশ এগিয়ে যাবে এবং আশিক চৌধুরীর পারফরম্যান্স এর একটি জলন্ত উদাহরণ।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18bQqJ43dy/
মারিয়া