ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গণঅভ্যুত্থান করলাম এতো মানুষ জীবন দিলাম, আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম, কেন বললেন ফরহাদ মজহার

প্রকাশিত: ২১:০৭, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:০৮, ৯ এপ্রিল ২০২৫

গণঅভ্যুত্থান করলাম এতো মানুষ জীবন দিলাম, আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম, কেন বললেন ফরহাদ মজহার

ছবিঃ সংগৃহীত

কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার সম্প্রতি একটি মন্তব্য করেছেন, "শেখ হাসিনার ভূত এখনো বাংলাদেশে রয়েছে। এই ভূতের নাম হচ্ছে সংবিধান।"

ফরহাদ মজহার আরও বলেন, "এখনো দেশের মধ্যে একটি গণঅভ্যুত্থান ঘটেছে। গণঅভ্যুত্থান যখন হয়, তখন এটি আইন মেনে চলে না; বরং এটি আইন ভাঙার জন্যই হয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে মানুষগুলো নতুন এক ব্যবস্থার দিকে এগিয়ে যায়, তারা নতুন আইন, নতুন সংস্কৃতি, নতুন ভাষা এবং নতুন নিয়ম-কানুন প্রতিষ্ঠা করতে চায়।"

তিনি আরও মন্তব্য করেন, "আমরা গণঅভ্যুত্থান করেছি, বহু মানুষ জীবন দিয়েছে, আবারও শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনা তো নেই, তাহলে আমরা কার হাতে ক্ষমতা তুলে দিলাম? শেখ হাসিনা আসলে নেই, তার ভূতই আছে, সেই ভূতের হাতে ক্ষমতা তুলে দিয়েছি।"

তথ্যসূত্রঃ https://youtu.be/pMMp4aadYU8?si=FWo2IGtWBnfJyQYT

মারিয়া

আরো পড়ুন  

×