
প্রতীকী ছবি
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসা খাদিজা আক্তারের তার দুই ছেলে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। এসময় তাদের বাঁচাতে নেমে বড় ছেলেকে উদ্ধার করলেও ছোট ছেলে আবু বকরকে নিয়ে ডুবে যান খাদিজা আক্তার।
পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=GRFuhmimXMs
রাকিব