ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শেষ হলো লম্বা ছুটি, ক্লাসে ফিরলো প্রাণ!

প্রকাশিত: ২০:৪৩, ৯ এপ্রিল ২০২৫

শেষ হলো লম্বা ছুটি, ক্লাসে ফিরলো প্রাণ!

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ গ্রীষ্মকালীন, রমজান এবং ঈদুল ফিতরের ছুটি শেষে বুধবার খুলে গেছে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৪০ দিন টানা ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ক্লাসে ফিরেছে চিরচেনা কোলাহল, উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য।

ছুটি শেষে প্রথম দিনেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা পেয়ে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা। কেউ কেউ বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করেছে ঈদের আনন্দ, কেউবা প্রিয় শিক্ষকের সঙ্গে মিলনের উচ্ছ্বাসে ভেসেছে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় এমনই চিত্র।

একজন শিক্ষার্থী বলেন, "প্রায় ৪০ দিন পর স্কুলে আসলাম। বন্ধুদের, আপুদের সাথে দেখা হলো। সবাই ঈদ মোবারক বলছিল—অনেক ভালো লাগছে। প্রিয় টিচারদের সঙ্গেও দেখা হলো। ক্লাস করছি, খুব ভালো লাগছে। আজকেই আমাদের প্রথম ক্লাস—সবার ঈদের অভিজ্ঞতা শুনছি, আনন্দ ভাগাভাগি করছি।"

আরেক শিক্ষার্থী বলে, "বন্ধুদের সঙ্গে দেখা করে খুবই মজা লাগছে। এতদিন পর ক্লাসে ফিরে নতুন একটা উচ্ছ্বাস কাজ করছে।"

অফিস সহকারী আব্দুল হান্নানের ঘণ্টার শব্দে শুরু হয়েছিল ছুটি, আবার তার ঘণ্টাধ্বনিতেই শেষ হলো ঈদ আনন্দ—শুরু হলো নিয়মিত ক্লাস।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম দিনেই শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। ঈদের ছুটির পর স্কুলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক মুশতারি সুলতানা জানায়, "আজ থেকেই নতুন টাইমশিডিউল কার্যকর হয়েছে—সকাল সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হচ্ছে। আমরা মেয়েদের মেসেজ দিয়েছি, এখন থেকে পড়াশোনার পিক আওয়ার শুরু। আজ আমাদের প্রথম কর্মদিবস, মেয়েদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি।"

তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো আপাতত খোলা হচ্ছে না।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘ ছুটি শেষে নতুন করে শুরু হওয়া এই পাঠদানে শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে শিক্ষার স্পৃহা। আর ক্লাসরুমগুলো যেন ঈদের আনন্দের রেশ ধরেই হয়ে উঠেছে প্রাণবন্ত ও উৎসবমুখর।

সূত্রঃ https://youtu.be/079If98I-eo?si=cKERlbS3nIHHl3KP

ইমরান

আরো পড়ুন  

×