
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীর প্যাদার হাট সড়কে ব্যাটারিচালিত অটোবাইক উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্যাদার হাট থেকে নিহত জাহাঙ্গীর হাওলাদার ফেয়ারপ্রাইস কার্ডের চাল কিনে লোন্দা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইক উল্টে দুর্ঘটনা ঘটে।
চালক জাহাঙ্গীর হাওলাদারকে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেজবাহউদ্দিন মাননু/রাকিব