ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব

প্রকাশিত: ১৯:০৪, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশে চাকরির বন্যা বয়ে যাবে: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চাকরির সুযোগের ব্যাপক বৃদ্ধি হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, প্রফেসর ইউনূস বারবার উল্লেখ করেছেন যে, বাংলাদেশে প্রচুর চাকরি সৃষ্টি করতে হলে আমাদের ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রয়োজন। এজন্য আমাদেরকে বিভিন্ন স্থানে যেতে হবে, দরজায় দরজায় গিয়ে বলতে হবে, ‘আমরা প্রস্তুত, আসুন, বিনিয়োগ করুন।’ চীন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, ডাবলিন—যেখানে যেতে হয়, সেখানে তিনি এই বার্তা প্রচার করেন। তার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করা এবং বিনিয়োগ আহ্বান করা। যদি এটি সম্ভব হয়, তবে বাংলাদেশে চাকরির সুযোগের প্রবাহ শুরু হবে।

তিনি আরও বলেন, বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রফেসর ইউনূস বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরবেন এবং এই অঞ্চলে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেবেন।

প্রেস সচিব বলেন, “প্রফেসর ইউনূসের মতে, বিদেশি বিনিয়োগ আসলে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। যদি বিনিয়োগ আসে, তাহলে আমাদের তরুণ প্রজন্মের জন্য ব্যাপক পরিমাণে চাকরি সৃষ্টি হবে, এবং ভবিষ্যতে বাংলাদেশ আরও শক্তিশালী হবে।”

তবে তিনি সতর্ক করে বলেন, “চাকরি অবশ্যই মানসম্মত হওয়া উচিত, কোনো অকার্যকর চাকরি নয়। এজন্য আমাদেরকে আমাদের পরিকাঠামো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে। একটি কার্যকর পোর্ট, উন্নত অবকাঠামো এবং ভালো লজিস্টিক সাপোর্টের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি।”

শিহাব

আরো পড়ুন  

×