ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তবর্তিকালীন সরকারকে জাতীয় সরকারে রূপদান করতে হবে: গণঅধিকার পরিষদ

প্রকাশিত: ১৮:২৫, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:২৬, ৯ এপ্রিল ২০২৫

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তবর্তিকালীন সরকারকে জাতীয় সরকারে রূপদান করতে হবে: গণঅধিকার পরিষদ

ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের নেতা বলেছেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তবর্তিকালীন সরকারকে জাতীয় সরকারে রূপদান করতে হবে। তিনি আরও বলেন, সংবিধানকে একটি সামাজিক শুক্তি হিসেবে গ্রহণ করে অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করতে হবে এবং এ সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি রাষ্ট্রের মূলনীতির বিষয়ে বলেন, "আমরা যে কথা বলেছি তা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি।" কমিশনের প্রস্তাবিত বহুত্ববাদের পরিবর্তে, এসব মূলনীতির কথা উল্লেখ করেন তিনি।

এছাড়া, গণঅধিকার পরিষদের নেতা ন্যাশনাল কন্সটিটিউশনাল কাউন্সিলকে অভিনন্দন জানিয়ে বলেন, "এনসিসির ওপরে অনেক ক্ষমতায়নের কথা আমরা বলেছি।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/19xiKvc4tf/

মারিয়া

আরো পড়ুন  

×