ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সৌদিতে ফুড ডেলিভারি করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

মো:সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ১৮:২০, ৯ এপ্রিল ২০২৫

সৌদিতে ফুড ডেলিভারি করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক যুবক। নিহত যুবকের নাম ইসহাক সায়েদ (২১) তিনি কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ( মার্চ) স্থানীয় সময় রাত ৩টার দিকে দাম্মাম শহরে একটি খাবার ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় গুরুতর আহত হন ইসহাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সৌদি আরবের 'হাংগেরি' নামক একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

ইসহাকের বাবা খোরশেদ আলম জানান, “সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছরের আগস্ট মাসে ছেলেকে সৌদি আরব পাঠাই। কিন্তু আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা হয়।

এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, ইসহাক ছিলেন ভদ্র পরিশ্রমী একজন তরুণ। তার এভাবে চলে যাওয়া পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

 

মেহেদী হাসান

আরো পড়ুন  

×