ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পার্কিং ফি কমানোর দাবিতে রাজপথে অটোচালকরা

 শহিদুল ইসলাম, রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশিত: ১৬:৪০, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৪৫, ৯ এপ্রিল ২০২৫

পার্কিং ফি কমানোর দাবিতে রাজপথে অটোচালকরা

ছবি: সংগৃহীত

দৈনিক ১০ টাকা পার্কিং ফি এবং বছরে এককালীন ৩,৬০০ টাকা দিয়ে নম্বর প্লেট বরাদ্দের দাবিতে রাজবাড়ীতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন অটোরিকশা চালকরা।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা অটোবাইক মালিক ও চালক ঐক্য পরিষদের ব্যানারে শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন সরদার, জেলা অটো শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আব্দুল কুদ্দুস।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় পৌর কর্তৃপক্ষ ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক ৩৫-৪০ টাকা করে পার্কিং ফি আদায় করেছে, যা অটোচালকদের জীবন-জীবিকায় বড় ধাক্কা দিয়েছে। বর্তমানেও নতুন অর্থবছরের শুরুতে একই পন্থায় ফি আদায়ের উদ্যোগ চালানো হচ্ছে।

তারা আরও বলেন, দৈনিক ১০ টাকা হারে ফি নির্ধারণ করে, বার্ষিক ৩ হাজার ৬০০ টাকার বিনিময়ে নম্বর প্লেট বরাদ্দ দিয়ে বৈধতা নিশ্চিত করতে হবে।

অটোচালকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে চালক ও মালিকরা।

 

মেহেদী হাসান

আরো পড়ুন  

×