
নির্বাচন কমিশন (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ক্ষেত্রে তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। অংশীজনদের সঙ্গে আলোচনা করে এর মধ্য থেকে এক বা একাধিক পদ্ধতি বেছে নেয়া হবে।
বুধবার (৯ এপ্রিল) সকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 'অনেক গবেষণার পর প্রবাসীদের জন্য তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি। এগুলো হল- পোস্টাল, প্রক্সি এবং অনলাইন পদ্ধতি।
তিনি বলেন, অধিকাংশ প্রবাসী ভোটারকে সুযোগ দিতে হলে প্রক্সি ভোট পদ্ধতি প্রথম অপশন। তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সম্ভব না হলে অন্য অপশন দেখতে হবে। তবে যে পদ্ধতিতেই হোক না কেন ইলেকশনের আগে তিন স্তরের ট্রায়াল হতে হবে।
এই তিন পদ্ধতির ওপর বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেই পদ্ধতিই অনুসরণ করি না কেন, প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের নিয়ম থাকতে হবে। যেই ভোটটি ভোটার নিজে দিতে পারেন না তা নিয়ে কারচুপির সুযোগ রয়েই যায়।
অনলাইন পদ্ধতিতে এখন তেমন সাড়া নেই বলেও জানান ইসি মোহাম্মদ সানাউল্লাহ। তিন বলেন, এই তিন পদ্ধতির সফলতা এবং দুর্বলতা নিয়ে আলোচনা হবে। পরে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
ফুয়াদ