ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

এবার বিয়ে ও তালাক নিবন্ধন নিয়ে বড় যে সুখবর আসলো!

প্রকাশিত: ১৬:০০, ৯ এপ্রিল ২০২৫

এবার বিয়ে ও তালাক নিবন্ধন নিয়ে বড় যে সুখবর আসলো!

ছবি: সংগৃহীত

‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’ সংশোধন করেছে সরকার। এই সংশোধনীর মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও সম্পাদন করা যাবে। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর আরও সংশোধন করেছে। অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

নিকাহ্ ও তালাক নিবন্ধন প্রসঙ্গে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতেও সম্পাদন করা যাবে।

এছাড়া, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’ তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন, তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে অথবা সরাসরি স্বাক্ষর করবেন এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেওয়া হবে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়াল ও অনলাইন পদ্ধতিতে সম্পাদন করার বিষয়টি নিয়ে আইনি জটিলতা কেটে গেছে। এখন সফটওয়্যার তৈরি এবং অন্যান্য কাজের পর অনলাইন পদ্ধতি চালু করা হবে।

শিহাব

আরো পড়ুন  

×