
ছবি: সংগৃহীত
বান্দরবানে কালাঘাটায় ওয়ার্ড বিএনপি'র অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার সকালে বান্দরবানের শাহিদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে থেকে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, আইয়ুব খান, সরোয়ার জামান, শামীম হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর, ছাত্রদলের আহবায়ক শহীদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিএনপি অফিস ভাংচুরে জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যতায় আওয়ামী সন্ত্রাসীদের খোঁজে খোঁজে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। তিনি বলেন, প্রশাসন-আইনশৃংখলা বাহিনীরা কোথায়? এখনো কিভাবে বিগত সরকারের আমলের জুলুমবাজ, দুর্নীতিবাজ প্রকাশ্যে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে।
প্রতিবাদ সমাবেশের সভাপতি নুরুল ইসলাম বলেন, লুটপাট, ভাংচুর, দখলের চরিত্র বদলায়নি আওয়ামী লীগের দোসররা। মূল হোতারা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টদের দোসরা আজও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে স্বস্ব এলাকায়। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
মোহাম্মদ আবদুর রহিম/মেহেদী হাসান