ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সাবেক এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ আবারো জেল খানায়

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৪:৫৫, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৪২, ৯ এপ্রিল ২০২৫

সাবেক এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ আবারো জেল খানায়

ছবি: সংগৃহীত

তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের আওয়ামী লীগের সদ্য সাবেক এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজকে বুধবার দুপুরে  আবারো জেল খানায় পাঠানো হয়েছে। তিনি মঙ্গলবার  একই মামলায় জামিনে কারামুক্ত হবার পর বৈষম্য বিরোধী ছাত্র নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হন ও মারধরের শিকার হন। পরে ছাত্র নেতারা তাকে স্থানীয়  বাজারষ্টেশন কড়িতলা থেকে আটক করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করে। 

বুধবার সিরাজগঞ্জ সদর থানায় সাব ইন্সপেক্টর দয়াল কুমার ব্যানার্জী তাড়াশ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির খন্দকারকে হত্যা চেষ্টা মামলার অধিকতর তদন্ত এবং আসামীর নাম,বয়স ঠিকানা যাচাই এর জন্য তাকে জেলহাজতে আটক রাখার নিমিত্তে আদালতে প্রেরণ করেন। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

বাবু ইসলাম/মেহেদী হাসান

আরো পড়ুন  

×