ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো

প্রকাশিত: ১৩:৪৭, ৯ এপ্রিল ২০২৫

দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে বিশ্বকে পরিবর্তন করার মতো অসাধারণ সব আইডিয়া রয়েছে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ব্যবসার জন্য প্রচুর সুযোগ রয়েছে, যা শুধুমাত্র দেশের জন্য নয়, বরং পৃথিবীজুড়ে নতুন সুযোগ তৈরি করতে পারে। এক সময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রাম থেকে শুরু হলেও আজ তা আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কিছু সময় চুপ হয়ে থাকেন।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, যদি দুনিয়া বদলাতে হয়, তবে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো। তিনি বলেন, একসাথে উপার্জন করে মানুষের ভাগ্য পরিবর্তন করা একটি স্বর্গীয় অনুভূতি। কার্বন নিঃসরণ বন্ধ করে আমরা নতুন সভ্যতা তৈরি করতে পারি, কারণ বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী।

তিনি আরও জানান, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে পরিবর্তন করবে, তারা সরকারের অপেক্ষায় থাকবে না। নতুন পৃথিবী গড়তে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা করা শুধু দেশীয় বিনিয়োগ নয়, বরং এটি বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়ার সুযোগ।

প্রধান উপদেষ্টা বলেন, দরিদ্র জনগণের উন্নতির জন্য একটি কার্যকর ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সম্ভব। আর সামাজিক ব্যবসার আদর্শ হিসেবে বাংলাদেশ অত্যন্ত উপযুক্ত জায়গা।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলন ৭ এপ্রিল শুরু হলেও আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা তার উদ্বোধন করেন।

শিহাব

আরো পড়ুন  

×