
ছবি: সংগৃহীত
এবিএম মূসা দেশের একজন প্রখ্যাত সাংবাদিক। তিনি ছিলেন জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং ক্লাবের আজীবন সদস্য। তিনি এ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের চারবার সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি। তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ প্রেরণ করতেন। ১৯৫০ সালে দৈনিক ইনসাফের মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন।
এ বি এম মূসার জন্ম ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ধর্মপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে।
বাংলাদেশের সাংবাদিক মহলে মুসা ভাই বলে খ্যাত সর্বজন শ্রদ্ধেয় এবিএম মূসা ১৯৫০ সালে মাত্র ১৯ বছর বয়সে দৈনিক ইনসাফের মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। প্রায় এক বছরের জন্য পালন করেছেন দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব।
১৯৭৮ সালে এ বি এম মূসা ব্যাংককে অবস্থিত জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের (এসকাপ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে যোগ দেন।
২০১৪ সালের ৯ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ করছি তাঁকে।
মায়মুনা